ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে অটোরিক্সা ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ মে ২০১৫

নাটোরে অটোরিক্সা ধর্মঘট  অব্যাহত

সংবাদদাতা, নাটোর, ২৪ মে ॥ চালককে মারপিট এবং পৌরসভার নামে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে নাটোরে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে সিএনজিচালিত মালিক সমিতির ডাকা ধর্মঘট। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন আঞ্চলিক রুটের যাত্রীরা। এদিকে দাবি আদায়ে এবং চালককে মারপিটকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে সিএনজি মালিক ও চালকরা। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নাটোর জেলা সিএনজিচালিত থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি হোসেন সরদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সরকার অনুমোদিত বৈধ যানবাহন থেকে দিনের পর দিন পৌরসভা অবৈধভাবে টোল আদায় করছে। টোল আদায়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না পৌরসভাগুলো।
×