ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সৌরবিদ্যুতে আলোকিত ফটিকছড়ি

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ মে ২০১৫

সৌরবিদ্যুতে  আলোকিত ফটিকছড়ি

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৪ মে ॥ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে শিখা দাস এখন সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করেন। শতাধিক সরকারী-বেসরকারী অফিস-আদালতে সৌরবিদ্যুৎ স্থাপন করেছেন শিখা দাসের মালিকাধীন প্রতিষ্ঠান। ‘আমরাই গড়বো আলোকিত বাংলাদেশ’ সেøাগানে সূর্যমুখী সোলার আইপিএস ইলেক্ট্রনিক্স নামক শিখা দাসের এ প্রতিষ্ঠানটির শাখা রয়েছে নাজিরহাট পৌর শহর, ফটিকছড়ি পৌর সদর, নারায়ণহাটসহ এ উপজেলার বিভিন্ন অঞ্চলে। সহজ কিস্তি আর স্বল্প খরচে নগদঅর্থে এ সৌর বিদ্যুত স্থাপন করেন শিখা দাসের প্রতিষ্ঠান। শিখা দাস তাঁর সংগ্রামী জীবন নিয়ে বলেন, আমি কখনই অভাবের কাছে হারিনি, বরঞ্চ অভাবকে চ্যালেঞ্জ করে এগোনোর চেষ্টা করেছি। পথ চলতে গিয়ে হয়ত অনেক মানুষের কাছ থেকে সমর্থন, সাহস, দোয়া আর সার্বিক সহযোগিতা পায়নি, কিন্তু মানসিকভাবে সব সময় নিজেকে নিয়ে গর্ব করতাম এবং আমি যে কিছু একটা করতে পারব তা মনে লালন করতাম। সফলতা মাত্র এক বছরের মাথায় এসে ধরা দিয়েছে। আজ আমি সফল। এ সফল নারী উদ্যোক্তা আরও বলেন, অনেক মহিলা শিক্ষিত, সচেতন হওয়ার পরও অভাবের কাছে বন্দি হয়ে বসে আছে। মোকাবেলা করতে পারলে আমার মতো যে কেউ সফল হতে পারবেন।
×