ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নির্যাতন আতঙ্কে যশোরে কমছে যৌনকর্মীর সংখ্যা

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ মে ২০১৫

নির্যাতন আতঙ্কে  যশোরে কমছে  যৌনকর্মীর সংখ্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভাল নেই যশোরের যৌনপল্লীর কর্মীরা। দালাল, পুলিশসহ প্রভাবশালীদের নানামুখী নির্যাতনের কারণে এখান থেকে কমছে যৌনকর্মীর সংখ্যা। ২০০০ সালে যেখানে যশোরের যৌনপল্লীতে ৪৮০ যৌনকর্মী ছিল, এখন সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১৮০ জনে। অধিকাংশ যৌনকর্মী যশোরের যৌনপল্লী থেকে আশপাশের জেলার যৌনপল্লীতে চলে গেছে। রবিবার যশোরে যৌনকর্মীদের মানবাধিকার প্রতিষ্ঠা, শোষণ ও নির্যাতন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ্যাডভোকেসি সভায় এসব কথা জানানো হয়। পায়াকট বাংলাদেশের যশোর ফিল্ড অফিস এ সভার আয়োজন করে। সংস্থার ফিল্ড অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠান শক্তি উন্নয়ন সংঘের সভাপতি নুরজাহান রানু। সভায় জানানো হয়, যশোরের যৌনপল্লীর কর্মীরা পুলিশ, ভুয়া সাংবাদিক, দালাল ও স্থানীয় প্রভাবশালীদের নির্যাতনের শিকার। তারা দেশের নাগরিক হলেও স্বাধীনভাবে চলাচলে বাধা দেয়া হয়। স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলক অধিকার হরণ করা হয়। সভায় যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠাসহ জীবনমান উন্নয়নে সব শ্রেণী-পেশার মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক রাজেক জাহাঙ্গীর, শক্তি উন্নয়ন সংঘের সম্পাদিকা ডলি বেগম, কোষাধ্যক্ষ অনিমা বিশ্বাস।
×