ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইউএনও’র অপসারণ দাবি ধামরাই উপজেলা চত্বর ঘেরাও করে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৩, ২৫ মে ২০১৫

ইউএনও’র অপসারণ দাবি ধামরাই  উপজেলা  চত্বর ঘেরাও করে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৪ মে ॥ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রফিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা। এ সময় সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি ধামরাইয়ের ঢুলিভিটা থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নেতা-কর্মীরা ইউএনও’র অপসারণের দাবিতে উপজেলা চত্বর ঘেরাও করে সমাবেশ করে। এ সময় ইউএনও’র অফিস কক্ষে তালাবদ্ধ ছিল। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দুয়েক দিনের মধ্যে সরকারের নিকট নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের অপসারণ দাবি করেন। অপসারণ না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান আফসার উদ্দিন জিন্না, পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলামসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
×