ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালাহউদ্দিনের জামিন নিয়ে চিন্তিত বিএনপি হাইকমান্ড

প্রকাশিত: ০৫:১৫, ২৫ মে ২০১৫

সালাহউদ্দিনের জামিন নিয়ে চিন্তিত বিএনপি হাইকমান্ড

স্টাফ রিপোর্টার ॥ ভারতে মেঘালয় পুলিশের হাতে আটক সালাহউদ্দিনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয় তা নিয়ে চিন্তিত দলের হাইকমান্ড। তবে মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এ বিষয়ে সহযোগিতা চাইবেন বলে জানা গেছে। সালাহউদ্দিনের জামিন আবেদনের শুনানি হবে ২৯ মে। তবে রাতে বিডিনিউজ জানায়, ডাক্তারদের সায় পেলে আজ সোমবার সালাহউদ্দিনকে আদালতে তোলা হতে পারে। বর্তমানে সালাহউদ্দিনের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। পরিস্থিতি এরকম থাকলে তাকে আজ সকালে মেঘালয়ের আদালতে হাজির করতে চায় পুলিশ। অবশ্য তার আইনজীবী এসপি মোহান্ত বলেছেন, তার মক্কেলকে আদালতে নেয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। শিলংয়ে অবস্থানরত তার স্ত্রী হাসিনা আহমেদ সম্প্রতি সালাহউদ্দিনের জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন। উন্নত চিকিৎসার জন্য সালাহউদ্দিনের পাসপোর্ট ও সিঙ্গাপুরে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে আদালতে জমা দেয়া হয়েছে। আদালত তা গ্রহণ করে ২৯ মে শুনানির দিন ধার্য করে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মেঘালয় পুলিশ সালাহউদ্দিনের ঘটনার কোন তদন্ত করতে পারেনি। এই অবস্থায় তার জামিন পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিলংয়ের আইনজীবীরা। বিষয়টি নিয়ে সালাহউদ্দিনের স্ত্রী ও বিএনপি হাইকমান্ড চিন্তিত বলে জানা গেছে।
×