ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নার্গিসের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৫:১৫, ২৫ মে ২০১৫

নার্গিসের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশী নারী নার্গিস আক্তারকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় তার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার মৃতদেহ দেশে পাঠানোর সময় যে সকল নথিপত্র দেয়া হয়েছে সেসব জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত একটি প্রতিবেদন ১৬ জুনের মধ্যে খুলনার পুলিশ কমিশনার ও সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেয়ার জন্য এই নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে হাইকোর্টের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত নার্গিসের মরদেহ হন্তান্তরের সময় ভারত থেকে পাওয়া সকল কাগজপত্র দাখিল করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট এলিনা খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্র্নী জেনারেল তাপস কুমার বিশ্বাস।
×