ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ন্যাস্টি স্টার’

প্রকাশিত: ০৫:০৯, ২৫ মে ২০১৫

‘ন্যাস্টি স্টার’

গ্যালাক্সিতে এক নতুন তারার সন্ধান পেয়েছে নাসার টেলিস্কোপ হাবল স্পেস। যার নাম দেয়া হয়েছে ‘ন্যাস্টি স্টার’ বা ‘কুৎসিত তারা’। এটি সূর্য থেকে অনেক বড়। এর চারপাশের হাইড্রোজেনের বেষ্টনী দ্রুত হ্রাস পাচ্ছে। আর ক্রমাগত বেরিয়ে আসছে তারাটির জ্বলন্ত হিলিয়ামপূর্ণ ভেতরের অংশ। এজন্যই একে বলা হচ্ছে ন্যাস্টি স্টার।- স্পেসডটকম
×