ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে সালিশী বৈঠকে ককটেল হামলা ॥ আহত ৫

প্রকাশিত: ০৮:০৫, ২৪ মে ২০১৫

সিদ্ধিরগঞ্জে সালিশী বৈঠকে ককটেল  হামলা ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৩ মে ॥ সিদ্ধিরগঞ্জে একটি সালিশী বৈঠকে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে আটটায় নিমাইকাশারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ১৫ দিন আগে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাটি মীমাংসার জন্য মুরব্বিদের নিয়ে দু’পক্ষের লোকজন শনিবার রাতে সালিশী বৈঠক বসে। সালিশী বৈঠকে সৌরভ ও রাসেলকে দোষী সাব্যস্ত করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই পক্ষের লোকজন ৮-১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ পাওয়া যায়। এতে মুছা মিয়া ও আব্দুল কুদ্দুস মোল্লাসহ পাঁচজন আহত হয়। সিদ্ধিরগঞ্জ থানার এএসআই ইফতেখার সালিশী বৈঠকের কথা স্বীকার করে জানান, সালিশী বৈঠকে একটি পক্ষ একটি পটকা ফুটিয়েছে। তবে বৈঠক শেষে বাড়ি ফেরার পথে মুছা মিয়া নামে একজনকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।
×