ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫০, ২৪ মে ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. পর-পরাগায়ন হয়- র. শিমুলে রর. পেঁপেতে ররর. সরিষায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২. কোন স্ত রর খাদক মাংসাশী নামে পরিচিত? ক) ১ম স্ত রের খ) ২য় স্ত রের গ) ৩য় স্ত রের ঘ) শিকারী প্রাণী ৩. সংকট কোণের জন্যে প্রতিসরণ কোণের মান কত? ক) ০০ খ) ৪৫০ গ) ৬০০ ঘ) ৯০০ ৪. মহাকর্ষ বল নিচের কোনটির ওপর নির্ভর করে? ক) বস্ত ুর ভর খ) মাধ্যমের প্রকৃতি গ) বস্ত ুর আকৃতি ঘ) বস্ত ুর প্রকৃতি ৫. নিউরনের প্রলম্বিত অংশ কয় প্রকার? ক) দুই প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ৬. লাল লিটমাস লেবুর রসে ডুবালে এর রং হবে- ক) নীল খ) সবুজ গ) বাদামি ঘ) লাল ৭. রোধের এস, আই, একক কোনটি? ক) ভোল্ট খ) কুলম্ব গ) ওহম ঘ) অ্যাম্পিয়ার ৮. মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়- র. তাপশক্তি রর. আলো শক্তি ররর. শব্দ শক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৯. নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? ক) গ্লুকোজ খ) অকটেন গ) পেট্রোল ঘ) এসিড মিশ্রিত পানি ১০. নিম্নে প্রদত্ত কোন বিজ্ঞানী তাঁর পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন? ক) রাদারফোর্ড খ) বোর গ) জন ডাল্টন ঘ) অ্যারিষ্টটল ১১. পানিতে চিনি দ্রবীভূত হলে- র. দ্রবন তৈরি হয় রর. ঘনত্ব বৃদ্ধি পায় ররর. মিশ্রণ তৈরি হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১২. নিচের কোনটি ক্ষারীয় যৌগ? ক) ইথানল খ) চুনের পানি গ) খাবার সোডা ঘ) ভিনেগার ১৩. কোনটি ক্ষারীয় পদার্থ? ক) ঈধঙ খ) ঈঐ৩ঈঙঙঐ গ) ঐঈও ঘ) ঈ৬ঐ৮ঙ৭ ১৪. একই বাস্ত ুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়? ক) খাদ্যশৃঙ্খল খ) খাদ্যজাল গ) খাদ্য পিরামিড ঘ) খাদ্য ভান্ডার ১৫. হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? ক) ২ খ) ৩ গ) ৫ ঘ) ৭ ১৬. কোন গ্রহ তার উপগ্রহসহ জ্বলতে থাকে? ক) বুধ খ) শুক্র গ) মঙ্গল ঘ) বৃহস্ত পতি ১৭. ঐ২ঈঙ৩ একটি খনিজ এসিড। কারণ এটি- র. শক্তিশালী তাই ক্ষয়কারক রর. অজৈব পদার্থ থেকে তৈরি হয় ররর. জীব দেহে তৈরি হয় না নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ১৮. সৌরশক্তি নিজ গেতে প্রথম সঞ্চয় করে কে? ক) অনুঘটক খ) বিয়োজক গ) উৎপাদক ঘ) খাদক ১৯. নিচের কোনটি সকল বস্ত ুকে নিজের দিকে টানে? ক) পৃথিবী খ) ছায়াপথ গ) চাঁদ ঘ) সৌরজগত ২০. অপর্যাবৃত্ত প্রবাহের উৎস- ক) জেনারেটর খ) ট্রান্সমিটার গ) পাওয়ার প্ল্যান্ট ঘ) ব্যাটারি ২১. ভূমন্ডলের পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ২২. বায়ু থেকে আলো নিচের কোন মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে? ক) কাচ খ) পানি গ) গ্লিসারিন ঘ) কেরোসিন ২৩. জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণে ব্যবহৃত অক্সিজেন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে? ক) শ্বসন খ) অভিস্রবণ গ) ব্যাপন ঘ) অন্তঃঅভিস্রবণ ২৪. ফিউজ তারের- র. গলনাঙ্ক কম রর. মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গলে যায় ররর. গলনাঙ্ক বেশি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৫. বিদ্যুৎ প্রবাহের একক কী? ক) কুলম্ব খ) অ্যাম্পিয়ার গ) ভোল্ট ঘ) ও’ম ২৬. ঋবঝ প্রস্ত ুতির জন্য প্রয়োজন- র. আয়রন রর. সালফার ররর. তাপ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. মানবদেহকে কীসের সাথে তুলনা করা যায়? ক) গাড়ি খ) পুষ্টি গ) ইঞ্জিন ঘ) যানবাহন ২৮. খাদ্যে তাপশক্তি পরিমাপের একক কোনটি? ক) ক্যালরি খ) থার্মোমিটার গ) কিলোক্যালরি ঘ) কিলোজুল ২৯. ডিএনএ কী? ক) ক্রোমোজোম খ) জাইগোট গ) নিউক্লিওপ্লাজম ঘ) নিউক্লিক এসিড ৩০. নিউরনের কাজ হলো- র. উদ্দীপনা বহন করা রর. কাজের সমন্বয় সাধন করা ররর. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া নিচের কোনটি সঠিক?
×