ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপাল রাষ্ট্র ব্যাংকের ধন্যবাদ

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ মে ২০১৫

নেপাল রাষ্ট্র ব্যাংকের ধন্যবাদ

অতি সম্প্রতি হিমালয় কন্যা নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা পাঠানোর জন্য সম্প্রতি নেপাল রাষ্ট্র ব্যাংকের গবর্নর ড. চিরঞ্জীব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৬ হাজার তিন শত ২৮টি কম্বল, ৫ হাজার পাঁচ শত সাতটি তাঁবু ও ২ হাজার তিন শত ৭৬টি ব্যাগ ও কার্টন গত ২৬ এপ্রিল নেপাল রাষ্ট্র ব্যাংকের গবর্নর বরাবরে পঠানো হয়। -বিজ্ঞপ্তি হাজারগুণ বেশি ক্ষমতার সুপার কম্পিউটার অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উটাহ-এর একদল কম্পিউটার বিজ্ঞানী রীতিমতো তাক লাগানো আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, সুপার কম্পিউটারের তথ্য প্রক্রিয়ার গতি কয়েক হাজারগুণ বেড়ে যাবে, এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন তারা। বর্তমান কম্পিউটার যে কোন তথ্য প্রক্রিয়া করে ইলেক্ট্রন ব্যবহার করে, এই ইলেক্ট্রন আবার পরিবহন করা হয় তারের সাহায্যে। তবে বিজ্ঞানীরা তথ্য পরিবহনের জন্য অতিসূক্ষ্ম রশ্মি বিভাজক তৈরি করেছেন, যা তথ্য পরিবহন ও প্রক্রিয়াকরণের জন্য ফোটন ব্যবহার করে। এটি চুলের চেয়ে ৫০ গুণ পাতলা। ফলে ছোট আকারের একটি কম্পিউটার চিপসে কয়েক মিলিয়ন বিমসস্পিøটার সংযুক্ত করা যাবে। কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক রাজেশ মেনন বিষয়টি ন্যাচার ফটোট্রনিক্স সাময়িকীতে ব্যাখ্যা করেছেন এভাবে- বস্তু জগতে আলোর গতি সর্বাধিক এবং এটি ধ্রুবক। সুতরাং আলোর চেয়ে বেশি গতিতে তথ্য পরিবহন আর অন্য কোন উপায়ে সম্ভব নয়।
×