ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেন্টমার্টিন না দেখিয়ে ফিরে এলো মীর কাশেমের জাহাজ

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ মে ২০১৫

সেন্টমার্টিন না দেখিয়ে ফিরে এলো মীর কাশেমের জাহাজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে দ-িত মীর কাশেম আলীর মালিকানাধীন টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজ কেয়ারি সিন্দাবাদ কালবৈশাখীর বাহানায় পর্যটকদের সঙ্গে প্রতারণা করে সাগরের মাঝপথ থেকে টেকনাফে ফিরে এসেছে। এতে পর্যটকদের সঙ্গে নাটকীয় প্রতারণা করে তেল-স্টাফ খরচসহ জাহাজটির দ্বিগুণ লাভ হলেও ভুক্তভোগী পর্যটকদের সেন্টমার্টিন দেখা থেকে বঞ্চিত করেছে। শনিবার সকাল ১০টায় আড়াই শ’ যাত্রী নিয়ে যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর জাহাজ (মালিকানা বিক্রি হয়েছে বলে দাবি করা হয়) কেয়ারি সিন্দাবাদ সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। নাফ নদী অতিক্রম করার পর সাগরে কিছুটা বাতাস শুরু হলেও পরে অবশ্য সাগর শান্ত হয়ে যায়। জাহাজ কর্তৃপক্ষ মাইকিং করে বলতে থাকেন- সাগর খুব উত্তাল, সেন্টমার্টিন যাওয়া অসম্ভব, সেন্টমার্টিন জেটিতে জাহাজ ভেড়ানো যাবেনা, কালবৈশাখী চলছে ইত্যাদি। আপনারা যদি নিজেদের রিস্ক নিতে চান, তাহলে আমরা যাব। এসব শুনে ভীতসন্ত্রস্ত পর্যটকদের অনেকে ফিরে আসার কথা বলতে থাকে। কোন সিগন্যাল ছাড়াই শান্ত সাগর থেকে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদ অবশেষে টেকনাফে ফিরে আসে।
×