ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসির বৈঠক আজ

প্রকাশিত: ০৪:৩৭, ২৪ মে ২০১৫

অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসির বৈঠক আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুুল মুহিতের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্থগিত হয়ে যাওয়া বৈঠক আজ রবিবার দুপুরে অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রাণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৮ মে এ বৈঠকটি হবার কথা ছিল। কিন্তু মন্ত্রী দক্ষিণ দক্ষিণ সহযোগিতা সম্মেলনের একটি সেমিনারে আটকে যাওয়ায় শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় ওই বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলাম আলম, বিএসইসির চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল হোসেন, বিএসইসির চার কমিশনার অংশ নেয়ার কথা ছিল। বিএসইসি সূত্রে জানা গেছে, বৈঠকের প্রধান আলোচ্য বিষয় সিডিবিএল ফি। ডেল্টা লাইফের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে। সমাপ্ত অর্থবছর পর্যন্ত এ কোম্পানির লাইফ ফান্ডের পরিমাণ ৩ হাজার ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ জুলাই। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন। উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।
×