ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি

প্রকাশিত: ০৫:৪১, ২৩ মে ২০১৫

কিশোরগঞ্জে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ মে ॥ কিশোরগঞ্জে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাসার ভাড়াটিয়া সজল সাহা, লিপি রানী ও কাজের মেয়ে মর্জিনাকে আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের এতিমখানা রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসার মালিক অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা রইছ উদ্দিন, স্ত্রী পেয়ারা বেগম ও তাদের কলেজছাত্রী মেয়ে সুইটি রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। ধারণা করা হচ্ছেÑ রান্না করা খাবারের সঙ্গে চেতনানাশক মেশানো ছিল। পরে সংঘবদ্ধ চোরেরা রান্না ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সকাল ১০টার দিকে স্থানীয়দের ডাকে জ্ঞান ফিরে দেখতে পায় ঘরে রাখা টাকাসহ জিনিসপত্র চুরি হয়েছে। এদিকে অসুস্থ সুইটি ও বাসার ভাড়াটিয়া মধু দাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×