ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে ১১ সংবাদ কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৫:৪১, ২৩ মে ২০১৫

মুন্সীগঞ্জে ১১ সংবাদ  কর্মীর বিরুদ্ধে  তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিশৃঙ্খলাসহ নানা কারণে ১১ সংবাদকর্মীর বিরুদ্ধে প্রেস কাউন্সিলের পত্রের আলোকে পুলিশের তদন্ত শুরু হয়েছে। বিশৃঙ্খল এবং নানা অপরাধে জড়িত কথিত সংবাদকর্মীদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে সৎ ও নিষ্ঠাবান প্রকৃত সাংবাদিকদের মর্যাদা সমুন্নত থাকবে বলে মনে করছে স্থানীয় সুশীল সমাজ। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেছেন, সাংবাদিকরা আইনের উর্ধে নন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু বলেন, মুন্সীগঞ্জে যে আট পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে, এগুলোর নিয়মিত প্রকাশ তো দূরের কথা, কোনটিরই কার্যালয় আছে বলেও আমার জানা নেই। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন সম্পন্ন হলে তা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের উপস্থিতিতেই প্রকাশ করা হবে। উল্লেখ্য, বিশৃঙ্খলাসহ নানা অভিযোগে ১১ সংবাদকর্মীর ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপারকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৭ মে পত্র দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
×