ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাঙ্গাবালীতে সিডরে বিধ্বস্ত পুল সাত বছরেও মেরামত হয়নি ॥ জনদুর্ভোগ

প্রকাশিত: ০৫:৪০, ২৩ মে ২০১৫

রাঙ্গাবালীতে সিডরে বিধ্বস্ত পুল  সাত বছরেও মেরামত হয়নি ॥ জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী কাচারীর খালের ওপর নির্মিত পুলটি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার পরে গত সাত বছরেও মেরামত কিংবা সংস্কার হয়নি। ফলে খালের দু’পাড়ের কয়েক হাজার মানুষকে প্রতিদিন প্রচ- ঝুঁকি নিয়ে খাল পার হতে হচ্ছে। এতে তাদের দুর্ভোগ অন্ত নেই। এলাকাবাসী জানিয়েছে, মৌডুবী, নিজকাটা, বাইলাবুনিয়া, কাজীকান্দা, ভূঁইয়ারহাওলা, কাটাখালী, তুলাতলী, তক্তাবুনিয়া, গাববুনিয়া, ডিগ্রীসহ খালের দু’পাড়ের ১০ গ্রামের মানুষের খাল পারাপারে এ পুলটিই একমাত্র ভরসা। খালের দু’পাড়ে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যে কারণে প্রতিদিন কয়েক শ’ কোমলমতি শিশু কিশোরকে পুলটি পার হতে হয়। গত ২০০৭ সালের ১৫ নবেম্বরের প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় সিডরে পুলটি বিধ্বস্ত হয়।
×