ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাউফলে খাল দখলের মহোৎসব

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ মে ২০১৫

বাউফলে খাল দখলের  মহোৎসব

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ মে ॥ বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাঁধ এলাকায় চলছে খাল দখলের মহোৎসব। যে যে ভাবে পারছে দখল করে নিচ্ছে। নির্মাণ করছে বিভিন্ন ধরনের স্থাপনা। প্রকাশ্যে এ খাল দখল চলেও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, কালাইয়া-পটুযাখালী সড়কের কাশিপুর এলাকায় বাঁধের দুই পাশে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ওই বাঁধ এলাকার দুই পাশে অর্ধেকেরও বেশি খাল দখল করে বহুতল ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি একজোট হয়ে খালের জায়গা দখল করছেন। বাদ পড়েননি জামায়াতের লোকজনও। জানা গেছে, বাউফল, দশমিনা ও গলাচিপা এই তিন উপজেলার জনসাধারণের পটুয়াখালী জেলা সদরের সঙ্গে সড়কপথে যাতায়তের জন্য বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় ১৯৯৮ সালে ভূড়িয়া-ভায়লা নদীর উপর বাঁধ দেয়া হয়।
×