ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশাল বেতারে সবই আছে, শ্রোতা নেই

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ মে ২০১৫

বরিশাল বেতারে সবই আছে, শ্রোতা নেই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ বেতারের বরিশাল আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও তার সুফল পাচ্ছে না বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। নানামুখী সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে বেতারের বরিশাল কেন্দ্র। অফিস ভবন, জনবল সবকিছুই পর্যাপ্ত থাকা সত্ত্বেও সম্প্রচারের ব্যাপারে স্টেশনটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে, এ স্টেশন থেকে বাহারি নামের নানা অনুষ্ঠান সম্প্রচার করা হলেও তা আদৌ কোন শ্রোতা শুনতে পাচ্ছে কিনা তার খবর নেই কারও কাছে। বরং বেতারের আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে সরকারের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইতোমধ্যে লিখিত আবেদন করেছেন বেতারের অন্যান্য কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বেতারের প্রচার ক্ষমতা ১০ কিলোওয়াট। অনুষ্ঠান প্রচার করা হয় মিডিয়াম ওয়েভ ২৩৩। ১০ মিটারে ১২৮৭ কিলোহার্জে। আঞ্চলিক কেন্দ্রের প্রচার পরিধির ব্যাসার্ধ কাগজে কলমে এক শ’ কিলোমিটার হলেও বাস্তবে ৭০ কিলোমিটারের বেশি এর সম্প্রচার নেই। অথচ দক্ষিণাঞ্চলের উপকূলের যে বিশাল জনগোষ্ঠী নদ-নদী ও সাগরে মাছ শিকার করে তাদের কানে আবহাওয়া বার্তা পৌঁছে দেয়ার মূল লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ বেতারের আঞ্চলিক কার্যালয়। বর্তমানে জেলেরা যেসব এলাকায় মাছ শিকারে যায় তার সবটুকুই কিলোমিটারের দূরবর্তী স্থান। বরিশাল কেন্দ্রের আবহাওয়া বার্তা ৭০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকায় তা কখনই শুনতে পায় না মৎস্য শিকারে যাওয়া জেলেরা। অপরদিকে বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের বেপরোয়া দুর্নীতি ও অনিয়মের কারণেই বরিশাল বেতার কেন্দ্রটি ডুবতে বসেছে বলে অভিযোগ করেন কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা। আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে প্রতিমাসে সরকারের লাখ লাখ টাকা আত্মসাতসহ অসংখ্য অভিযোগ উপস্থাপন করে অতিসম্প্রতি বেতারের কর্মকর্তা-কর্মচারীরা মহাপরিচালকের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অর্থ আত্মসাতের অভিযোগে মহাপরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালকের কাছে চিঠি দিয়েছেন বরিশালে বেতারের উপ-আঞ্চলিক প্রকৌশলী নিত্যপ্রকাশ বিশ্বাস। অভিযোগ অস্বীকার করে আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।
×