ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেতন স্কেল সংশোধন দাবি হাবিপ্রবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ মে ২০১৫

বেতন স্কেল সংশোধন  দাবি হাবিপ্রবি  শিক্ষক সমিতির

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক সমিতি অষ্টম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড বাদ দেয়ার তীব্র নিন্দা জানিয়ে ঘোষিত বেতন স্কেলকে প্রত্যাখ্যান করেছেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শুক্রবার এক বিবৃতিতে বলেন, জাতীয় বেতন স্কেল ঘোষণা নিতান্তই অযৌক্তিক এবং শিক্ষক সমাজের জন্য অপমানজনক। বিবৃতিতে ৮ম জাতীয় বেতন স্কেল সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের সিলেকশন গ্রেড চালু করে ন্যূনতম সিনিয়র সচিব পদমর্যাদা সম্পন্ন স্কেল প্রদান এবং পরবর্তী ধাপসমূহে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামোও ক্রমানুসারে নির্ধারণ করার দাবি জানান। বেতন স্কেল সংশোধন করে সম্মান ও গ্রহণযোগ্য স্কেল প্রবর্তন না করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে মর্মে বিবৃতিতে উল্লেখ করা হয়।
×