ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যারা গণহত্যা করে তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৫:৩১, ২৩ মে ২০১৫

যারা গণহত্যা করে তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না ॥ শাজাহান খান

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২২ মে ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা গণহত্যা করে তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে খুনীতন্ত্র প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। যারা হত্যা করে, বোমা মারে, তাদের মুখে গণতন্ত্র মানায় না। তারা গণতন্ত্রের নামে দেশকে হত্যা করতে চায়। তাই ঐ খুনী চক্রকে প্রতিহত করতে আমাদের সকলকে উজ্জীবিত হতে হবে, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে হত্যা-সন্ত্রাসের রাজনীতি বিএনপি-জামায়াতই শুরু করেছে। তাই তাদের ঝেটিয়ে বিদায় করলেই বাংলাদেশ পাপমুক্ত হবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে অর্থনৈতিক কোন উন্নয়ন হয়নি। গত ছয় বছরে শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশের যে উন্নয়ন করেছে তা আজ সারা পৃথিবীর কাছে মডেল হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী শুক্রবার দুপুরে জনতার অভিযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে মালিক-শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আয়োজিত সমাবেশে মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারে থাকার সময় শ্রমিক ও গার্মেন্ট শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাজপথে নেমেছিল। সে সময় গুলি করে তাদের হত্যা করা হয়েছে। সব সময় তারা শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন ও হত্যা করেছে। হরতাল- অবরোধের নামে বিএনপি-জামায়াত পেট্রোলবোমা হামলা চালিয়ে বহু মানুষ হত্যা করেছে। হাজার হাজার পরিবহন পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। তাদের এ অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে আমরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচী পালন করেছি। এতে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়েছিল। খালেদা জিয়া সারাদেশে ৯২ দিন খুন, সন্ত্রাস, নাশকতা, পেট্রোলবোমা হামলা চালিয়ে পরাজিত হয়ে বাসায় ফিরে গেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণ তাদের বিচার করবে।
×