ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে গণজাগরণের তিনজনকে কোপাল ছাত্রলীগ

প্রকাশিত: ০৫:৩১, ২৩ মে ২০১৫

সিলেটে গণজাগরণের তিনজনকে কোপাল  ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালিয়ে গণজাগরণ মঞ্চের নেতা সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে। আহত অন্য দু’জন বিশ্ববিদ্যালয় ছাত্র লোকমান হোসেন নকিব (২৩) ও মোহাম্মদ সায়মন মিয়া। জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠন ফ্লেইমস-এর কনসার্ট চলাকালে ছাত্রলীগ কর্মী পারভেজ ও তার সহযোগীরা টিকেট ছাড়া হলে ঢুকতে চায়। আয়োজকরা বাধা দিলে কিছুক্ষণ পর পারভেজের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন সশস্ত্র ছাত্রলীগ কর্মী এসে হলের বাইরে থাকা ফ্লেইমস কর্মীদের ওপর হামলা চালায়। কয়েক ঘণ্টার ব্যবধানে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কর্মীরা আবারও সেখানে হামলা চালায় এবং রজতসহ কয়েকজন সংস্কৃতিকর্মীকে মারধর করে। এসময় রজত কান্তি গুপ্তকে কুপিয়ে, পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একই মিলনায়তনে সিলেটের জালালাবাদ এ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি শুরু করেন সংগঠনের কর্মীরা। শুক্রবার বিকেলে শিক্ষাবৃত্তির ওই অনুষ্ঠান হওয়ার কথা, যার সঞ্চালনার দায়িত্ব ছিল রজতের ওপর। প্রস্তুতির কাজ দেখতে রজতসহ সংগঠনের কয়েকজন রাতে মিলনায়তনে গিয়েছিলেন।
×