ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষে-কুমিরে বন্ধুত্ব

প্রকাশিত: ০৫:২৫, ২৩ মে ২০১৫

মানুষে-কুমিরে বন্ধুত্ব

কেউ যদি বলে কুমিরে-মানুষে দা-কুমড়ো সম্পর্ক তবে তা সহজেই মেনে নেবে অনেকেই। কিন্তু যদি বলা হয় কুমিরে-মানুষে গভীর বন্ধুত্ব তাহলে হেসেই উড়িয়ে দেবেন বেশিরভাগ মানুষ। কিন্তু আফ্রিকা মহাদেশের ঘানার ছোট্ট একটি গ্রামের মানুষের সঙ্গে কুমিরের গভীর সখ্য। গ্রামটির নাম পাগান। গ্রামটিতে শ’খানেক কুমির আছে। এ গ্রামের মানুষ আর কুমির একসঙ্গে লুটোপুটি করে সময় কাটায়। ভুল করেও কোনদিন কোন কুমির মানুষকে আক্রমণ করেনি এবং মানুষও কোনদিন কুমির হত্যা করেনি। এখানকার মানুষ কুমিরের সঙ্গে হেসে-খেলে বছরের পর বছর বসবাস করছে। মানুষ ও কুমিরের মধ্যে বিরল এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে প্রাণী বিজ্ঞানীরাও হতবাক। স্থানীয়রা বিশ্বাস করেন প্রতিটি গ্রামবাসীর আত্মার সঙ্গে এক একটি কুমিরের সম্পর্ক রয়েছে। কুমিরগুলো তাদের গ্রামের মৃত আত্মীয়স্বজনেরই আত্মা। গ্রামটি কিন্তু নদীনালা বেষ্টিত নয়। চারদিকে স্থলপথ বেষ্টিত এই গ্রামটি। এখানকার একটি পুকুরেই কুমিরগুলোর বসবাস। কুমির দেখতে অনেক পর্যটক এই গ্রামে যান। তাঁরাও কুমিরকে আদর করতে কিংবা কুমিরের পিঠে চড়ে বসতে পারেন। কুমিরের সঙ্গে মানুষের এই অদ্ভুত সর্ম্পকের কারণ নিয়ে এখন প্রাণী বিজ্ঞানীরা গবেষণায় নেমে পড়েছেন। সূূত্র- ওয়েবসাইট
×