ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চবিতে ক্রিকেট খেলা নিয়ে ছাত্রলীগ শিবির সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৫:২৩, ২৩ মে ২০১৫

চবিতে ক্রিকেট খেলা নিয়ে ছাত্রলীগ শিবির সংঘর্ষে আহত ১০

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ৪টার দিকে চবির আলাওল হলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে হাফিজুল্লাহ নামের এক শিবির কর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে চবি প্রশাসন ও ক্যাম্পাস সূত্রে জানানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে চবি আলাওল হল মাঠে ক্রিকেট খেলতে যায় ছাত্রলীগ কর্মীরা। সেখানে এক শিবির ক্যাডার ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে কটূক্তি করলে বাকবিত-া হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ধাওয়া পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় হলে অবস্থানকারী সাধারণ শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ছাত্রলীগ কর্মীরা হলে ঢুকে পড়লে শিবির ক্যাডাররা হলের পেছন দিয়ে পালিয়ে যায়। আলাওল হলে সংঘর্ষের সূত্রপাত হলেও পরে তা পার্শ্ববর্তী এএফ রহমান হলেও ছড়িয়ে পড়ে। দুটি হলের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন কক্ষে ভাংচুর করে। এতে অনেক সাধারণ শিক্ষার্থীর ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া গেছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, কথা কাটাকাটিকে কেন্দ্র করে শিবিরÑছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী বলেন, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীর ওপর আক্রমণ করে। পরবর্তীতে ছাত্রলীগ কর্মীরা তাদের প্রতিরোধ করে পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে। বিভিন্ন কক্ষ থেকে শিক্ষার্থীদের জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেন তিনি।
×