ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থ্রিডি প্রিন্টারে মানব ত্বক!

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ মে ২০১৫

থ্রিডি প্রিন্টারে মানব ত্বক!

থ্রিডি প্রিন্টারে কৃত্রিম ত্বক তৈরির ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান লোরিয়েল। থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে মানব ত্বক তৈরির জন্য ‘বায়ো-ইঞ্জিনিয়ারিং’ স্টার্টআপ অর্গানোভোর সঙ্গে একত্রে কাজ করবে প্রতিষ্ঠানটি। থ্রিডি প্রিন্টারে উৎপাদিত ত্বক পণ্যের নমুনা পরীক্ষার কাজে ব্যবহার করবে লোরিয়েল। বর্তমানে প্লাস্টিক সার্জারির সময় রোগীদের দান করা টিস্যু থেকে ত্বকের নমুনা তৈরি কনের লোরিয়েল। -বিবিসি
×