ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘চিনিকলের লোকসান ঠেকাতে বিশেষ উদ্যোগ’

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ মে ২০১৫

‘চিনিকলের লোকসান ঠেকাতে বিশেষ উদ্যোগ’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চিনি কলগুলোর অব্যাহত লোকসান ঠেকাতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সুগার মিল প্রাঙ্গণে বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশন আয়োজিত আখচাষী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, এজন্য প্রাথমিকভাবে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিল ও ঠাকুরগাঁও সুগার মিলকে বেছে নেয়া হয়েছে। শুধু চিনির ওপর নির্ভর করে বসে না থেকে এই মিল দুটিতে বিদ্যুৎ, মোলাসিস ও বর্জ্য সার উৎপাদন করা হবে। পর্যায়ক্রমে এই উদ্যোগের মাধ্যমে দেশের সকল সুগার মিলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। আগামী ২০১৫-১৬ মাড়াই মৌসুম থেকে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৭৫ টাকা করারও ঘোষণা দেন শিল্পমন্ত্রী ।
×