ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘পোশাক কারখানার ২০ শতাংশ ত্রুটি সংশোধন হয়েছে’

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ মে ২০১৫

‘পোশাক কারখানার ২০ শতাংশ ত্রুটি সংশোধন হয়েছে’

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপভিত্তিক ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোট এ্যাকর্ড জানিয়েছে, বাংলাদেশের প্রায় ১ হাজার ৫শ’ কারখানা পরিদর্শন করে প্রায় ৫৪ হাজার নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এসব ত্রুটি সমাধানের জন্য তিন মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সময়সীমা বেঁধে দেয়া হয়। এ পর্যন্ত ২০ শতাংশ নিরাপত্তা ত্রুটি সংশোধন বা সংস্কার কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছে কারখানাগুলো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ্যাকর্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনার পর আন্তর্জাতিক চাপে বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষার লক্ষ্যে এ্যাকর্ড গঠিত হয়। এ উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে ২০৮টি ক্রেতা প্রতিষ্ঠান।
×