ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু জিহাদের মৃত্যু

আরেক প্রকৌশলী জামিন পেলেন

প্রকাশিত: ০৮:২২, ২২ মে ২০১৫

আরেক প্রকৌশলী জামিন পেলেন

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর শাহজাহানপুরে নলকূপের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আরেক আসামি রেলওয়ের জ্যেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জামিন পেয়েছেন। তিনি ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এ মামলার অপর আসামি প্রকৌশলী আব্দুস সালাম গত ২৬ এপ্রিল জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আলম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বাদীপক্ষ বিরোধিতা না করায় শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। জাহাঙ্গীরের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন এ্যাডভোকেট আশরাফ উল আলম। মামলার বাদী জিহাদের বাবা নাসির ফকিরের পক্ষে ছিলেন জসিম উদ্দিন খান। গত ৭ এপ্রিল এ মামলায় প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ঠিকাদার প্রকৌশলী আব্দুস সালামের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। জাহাঙ্গীর আলম শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর প্রকল্প পরিচালক ও প্রকৌশলী আব্দুস সালাম ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসআরের মালিক। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলা তিনটায় শিশু জিহাদ পাইপের মধ্যে পড়ে মারা যায়।
×