ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফ্যামিলি টেক্সের সভা শনিবার

প্রকাশিত: ০৬:০১, ২২ মে ২০১৫

ফ্যামিলি টেক্সের সভা শনিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আগামীকাল ২৩ মে শনিবার বিকেল সাড়ে ৩টায় এই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এই বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তিন কোম্পানির বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি), রিলায়েন্স ইন্স্যুরেন্স ও কেয়া কসমেটিকস। জানা গেছে, বৃহস্পতিবার এই কোম্পানিগুলোর লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, বছর শেষে আইপিডিসি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আর রিলায়েন্স ইন্স্যুরেন্স ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। অপরদিকে কেয়া কসমেটিকস ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
×