ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর জাতীয় উদ্যানে জন্ম নিল মেছোবাঘের পাঁচ শাবক

প্রকাশিত: ০৫:৫৯, ২২ মে ২০১৫

নওগাঁর জাতীয় উদ্যানে জন্ম নিল মেছোবাঘের পাঁচ শাবক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ মে ॥ ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে শালবন এলাকায় একটি মেছোবাঘ ৫টি শাবকের জন্ম দিয়েছে। বন বাগান সৃজনে ৩বার প্রধানমন্ত্রীর প্রথম পুরস্কারপ্রাপ্ত বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, বৃহস্পতিবার বিকেলে মইশড় গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে নুক্তিয়ার রহমান শালবন সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় মেছোবাঘের শাবকগুলো শালবনের প্রান্তরে দেখতে পেয়ে তাকে খবর দেয়। খবর পেয়ে বনবিট কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছেন এবং উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে শাবকগুলোর নিরাপত্তা ও তাদের বনের ভেতর যাওয়ার সুযোগ করে দেন। বাগেরহাটে চার জেলের কারাদ-, পোনা অবমুক্ত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে বাগদা চিংড়ির পোনা অবৈধ শিকার ও বহনের দায়ে চার জেলেকে তিন মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম এ আদেশ দেন। দ-প্রাপ্তরা হলো- বরগুনার তালতলী উপজেলার আব্দুল গফ্ফার আকনের ছেলে খালেক আকন, সেকান্দার হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হাওলাদার, আব্দুল মান্নান সরদারের ছেলে খালেক সরদার ও আলতাফ মুন্সির ছেলে লাল চান মুন্সি। মেয়রের নাম ভাঙ্গালে পুলিশে সোপর্দের নির্দেশ ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাঁর নাম ভাঙ্গিয়ে ঘনিষ্ঠ বন্ধু বা অন্য কোন পরিচয়ে কারও কাছে কোন অন্যায্য ও অন্যায় তদ্বির বা দাবি নিয়ে গেলে তাকে সরাসরি পুলিশে সোপর্দের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মেয়র বৃহস্পতিবার সকালে নগরীর কাপ্তানবাজার মোড়ে ৩৮নং ওয়ার্ড এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু আহম্মেদ মান্নাফী, সারোয়ার হোসেন আলো, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রাশিদা হোসেন মনিসহ কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি ওয়ার্ল্ড ভার্সিটিতে স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্বোধন সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক ‘ওঊঊঊ ডটই স্টুডেন্ট ব্রাঞ্চ’এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপÑউপাচার্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম; বিশ্বদ্যিালয়ের বোর্ড অব ট্রাস্টি ও সদস্য সচিব, ড. মুশফিক এম চৌধুরী এবং ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এডভাইজার, অধ্যাপক ড. কাজী দীন মোহাঃ খসরু।- বিজ্ঞপ্তি ।
×