ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফটো সাংবাদিক মনোয়ারের ইন্তেকাল

প্রকাশিত: ০৫:৪৭, ২২ মে ২০১৫

ফটো সাংবাদিক মনোয়ারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত ফটোসাংবাদিক মনোয়ার আহমদ আর নেই। বুধবার রাত ১২ টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে———রাজেউন)। তিনি লিভারের জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। স্ত্রীসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে তাঁকে আজিমপুর গোরস্তানে দাফন করা হয়। মনোয়ার আহমদ অধুনালুপ্ত চিত্রালীর চীফ ফটোসাংবাদিক ছিলেন। ১৯৬৩ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় তিনি সাংবাদিকতা জীবন শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের সচিত্র দলিল, সিলভার ফেসেস ইন স্টিল, স্থিরচিত্রে রূপালী মুখ, ঢাকার পুরানো কথা, বাংলাদেশের উপজাতীর সংস্কৃতি। ১৯৯৪ সালে তিনি রূপসী বাংলা প্রদর্শনীতে অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেন। ১৯৮০ সালে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত মসজিদের ছবি প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ, ২০০৪ সালে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়া রানার্স আপ পুরস্কার লাভ, ২০০৫ সালে বাংলাদেশ সিনে জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কর্তৃক স্থির চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার লাভ করেন।
×