ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৪, ২১ মে ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৮.বাংলা একাডেমীকে জাতির মননের প্রতীক বলা হয় কেন? ক) ভাষা আন্দোলনের সাথে জড়িত বলে খ) চারুকলার পৃষ্ঠপোষকতা করে বলে গ) বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের জন্য কাজ করছে বলে ঘ) শিশুদের প্রতিভা বিকাশে কাজ করছে বলে ২৯.সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩০.বন্দ্রের মিউজিয়াম কোথায় অবস্থিত? ক) ঢাকায় খ) রাজশাহীতে গ) খুলনায় ঘ) চট্টগ্রামে ৩১.কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে এগিয়ে আসতে হবে- র. সরকারকেন রর. ধনী ব্যক্তিদের ররর. বেসরকারি সংস্থাকে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩২.মানব সম্পদ উন্নয়নে আমাদের করণীয় হলো- র. শিক্ষার উন্নয়ন রর. যুব উন্নয়ন ররর. শ্রম ও কর্মসংস্থান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৩.১৯৪০ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফরমুলা প্রদান করেন কারা? ক) মুসলিম লীগ খ) কংগ্রেস গ) ন্যাপ ঘ) গণতন্ত্রী পার্টি ৩৪.আহসান মঞ্জিল কাদের প্রাসাদ নামে পরিচিত? ক) ঢাকার নবাবদের খ) সেনাপতির গ) বণিকদের ঘ) ঢাকার নায়েবদের ৩৫.সম্পতি ঢাকায় কোথায় রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বহুলোকের প্রাণহানি ঘটেছে? ক) নিমতলি খ) গাবতলী গ) গুলিস্তান ঘ) লালবাগ ৩৬.‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল? ক) সোনারগাঁও খ) লক্ষ্ণৌ গ) ঢাকা ঘ) দিল্লি ৩৭.সার্বিকভাবে ইইউ-কে প্রতিনিধিত্ব করেছে? ক) ইসি খ) সিইসি গ) এমও ঘ) এমপিও ৩৮.বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের ফলে কারা এটি রদ করতে বাধ্য হয়? ক) ফরাসিরা খ) ইংরেজরা গ) ওলন্দাজরা ঘ) পর্তুগিজরা ৩৯.শিশু শ্রম বলতে যা বোঝায়- ক) বিবাহের পূর্বে কাজে যোগদান খ) লেখাপড়া শেষ না করে কাজে যোগদান গ) কিশোর বয়সে কাজে যোগদান ঘ) বিবাহের পর কাজে যোগদান ৪০.সাঁওতালরা চাষ করে- র. মরিচ রর. তিল ররর. তামাক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪১.আলোচনা ভেঙে দিয়ে কবে বাঙালির বিরুদ্ধে সামরিক অভিযান বেছে নেয় পাকিস্তান সরকার? ক) ২৩ মার্চ খ) ২৪ মার্চ গ) ২৫ মার্চ ঘ) ২৬ মার্চ ৪২.কারা অলঙ্কার পরতে বেশি ভালোবাসে? ক) মারমারা খ) গারোরা গ) চাকমারা ঘ) সাঁওতালরা ৪৩.মানুষের জন্মগত অধিকার কোনটি? ক) বস্ত্র খ) বাসস্থান গ) শিক্ষা ঘ) বিনোদন ৪৪.কাদের মন কৌতূহলপ্রবণ হয়ে থাকে? ক) শিশুদের খ) কিশোরদের গ) যুবকদের ঘ) ছাত্রদের ৪৫.বিশ্ব স্বাস্থ সংস্থার সদরদপ্তর কোন রাষ্ট্রে অবস্থিত? ক) আমেরিকায় খ) ইংল্যান্ডে গ) সুইজারল্যান্ডে ঘ) জাপানে ৪৬.তিন নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল- র. আখউড়া রর. কিশোরগঞ্জ ররর. সিলেট নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৭.ধর্মীয় প্রতিষ্ঠান বলতে যা বোঝায়- ক) ধর্মের চার্চকেন্দ্র খ) ধর্মের সমালোচনা কেন্দ্র গ) নৈতিকতার বিকাশকেন্দ্র ঘ) হিতোপদেশ কেন্দ্র উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: ইকরাম তার ছোট ভাইকে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বরে, দেশের কৃষি, শিল্প ও সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রদান লক্ষ্য হলো জনগণের আর বৃদ্ধি করা। আয় বৃদ্ধি পেরে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। জনগণের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে এক ধরনের উৎপাদন বলা হয়।
×