ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিতি-আদিত্য জনির ‘যেমন জামাই তেমন বউ’

প্রকাশিত: ০৭:১২, ২১ মে ২০১৫

দিতি-আদিত্য জনির ‘যেমন জামাই তেমন বউ’

স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ নাট্য নির্মাতা আদিত্য জনির যৌথ পরিচালনায় নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক ‘যেমন জামাই তেমন বউ’। নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সজল, বাধন, পারভীন সুলতানা দিতি, শিশু শিল্পী ইনু এবং আরও অনেকে। বুধবার রাজধানীর গুলশানে নাটকটির শূটিং শুরু হয়েছে। পরিচালক আদিত্য জনি জানান নাটকের গল্পে দেখা যাবে, পারিবারিকভাবেই বিয়ে হয় রঙ ও নীলার। বিয়ের আগে দুজনই বিয়ে বিরোধী ক্লাবের সদস্য ছিল। চিত্রশিল্পী, ব্যবসায়ী রঙ মেয়েদের থেকে ১০০ হাত দূরে থাকতে চাইতো। আর নীলার ছেলেদের ওপর বিন্দু পরিমাণ বিশ্বাস ছিল না। নীলার বড় ভাইয়ের পছন্দেই রঙ-নীলার বিয়ে হয়। একমাত্র মেয়ে নীলা পড়াশোনা করে সংসারের পেছনেই সময় ব্যয় করে। তবে সমস্যা একটাই নীলার জীবনের সঙ্গে জড়িয়ে আছে কিছু মিথ্যে মিথ। সে মনে করে পুরুষ নারীর চারিত্রিক বৈশিষ্ট্য বলে কিছু নেই। তবে নীলা বিশ্বাস করে পুরুষরা রোমান্টিক ছবি দেখতে পারবে না। আচার খেতে পারবে না। কাঁদতে পারবে না। ইত্যাদি ইত্যাদি। স্বামী রঙ আবার এসব কাজেই পারদর্শী। দুজনের চাওয়া পাওয়ায় যখন বিস্তর ফারাক দেখা যায়, তখনই ঘটনার মোড় নেয় অন্য দিকে। নাটকটি আগামী ঈদে যে কোন বেসরকারী চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক আদিত্য জনি। তিনি বলেন, নাটকটি প্রচারের বিষয়ে কয়েকটি চ্যানেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি নাটকটি দর্শকদের ভাল লাগবে। প্রসঙ্গত, এর আগে দিতি এবং জনি যৌথ পরিচালনায় ‘অতিথি’ নামে একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে। যেটি আগামী ঈদে প্রচার হবে।
×