ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্ভাবনাময় শিল্পী এইচ এম রানা

প্রকাশিত: ০৭:১১, ২১ মে ২০১৫

সম্ভাবনাময় শিল্পী এইচ এম রানা

স্টাফ রিপোর্টার ॥ এ প্রজন্মের শিল্পীদের মধ্যে যে কয়জন নতুন নতুন গান সৃষ্টির কাজে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে রানা অন্যতম। তিনি চলচ্চিত্র এবং অডিও এ্যালবাম দু’মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। টেলিভিশনের লাইভ অনুষ্ঠানেও গাইছেন তিনি। পাশাপাশি স্টেজে শো নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি। রানা ২০০৮ সালে ক্লোজওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা দশে স্থান পেয়েছিলেন। এখন পর্যন্ত কয়েকটি চলচ্চিত্রে গান করেছেন। রানার প্রথম সলো এ্যালবাম ‘ভালবাসিনি’ বাজারে আসে ২০১২ সালে লেজার ভিশনের ব্যানারে। এ এ্যালবামে তার গাওয়া ‘ভালবাসিনি’ গানটি শ্রোতাপ্রিয় হয়েছে। রানা বলেন, ‘ভালবাসিনি’ গানটি আমাকে শ্রোতামহলে পরিচয় এনে দেয়। শ্রোতাদের ভালবাসার পাওয়ার সুযোগ তৈরি করে। তার গাওয়া ও সুরে অনেক মিশ্র এ্যালবাম বাজারে আছে। ইতোমধ্যে ঈদ-উল ফিতর উপলক্ষে শুরু করেছেন একটি মিশ্র এ্যালবামের কাজ। এ এ্যালবামে সবক’টি গানের কথা ও সুর থাকবে তার নিজের। এ এ্যালবামে গান গাইবেন সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গান গাওয়ার পাশাপাশি নিয়মিত সুরকার হিসেবে কাজ করছেন রানা। এদিকে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার কলাবাগান মাঠে অনুষ্ঠিত হবে বিশেষ অনুষ্ঠান ‘কনসার্ট ফর নেপাল’। ই-মেকার্স বাংলাদেশের আয়োজনে এতে অংশ নেবে এলআরবি, নগর বাউল, সোলস, মাইলসসহ দেশের জনপ্রিয় ব্যান্ড। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী এইচএম রানা। এ প্রসঙ্গে রানা বলেন, দেশের অনেক নতুন পুরাতর জনপ্রিয় ব্যান্ডের শিল্পীদের সঙ্গে আমিও একই মঞ্চে গাইব ভাবতে খুব ভাল লাগছে। অনুষ্ঠানটিতে সহযোগিতা বাংলাদেশ সোসাইটি নেপাল।
×