ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্রাশ প্রোগ্রামে সেশনজট বাড়ল আরও ৬ মাস

প্রকাশিত: ০৭:০৬, ২১ মে ২০১৫

ক্রাশ প্রোগ্রামে সেশনজট বাড়ল আরও ৬ মাস

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় স্নাতক (পাস) কোর্সে অধ্যয়নরতদের সেশনজট কিছুতেই কমছে না বরং ৬ মাস বেড়ে গেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রাশ প্রোগ্রামের নামে শিক্ষা মন্ত্রণালয়কে আইওয়াশ করতে গিয়ে শিক্ষার্থীদের অন্ধকারে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের তথ্যে পাওয়া গেছে, ২০১০-১১ সেশনে থাকা স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীদের নির্ধারিত তিন বছরের কোর্স দীর্ঘ পাঁচ বছরেও শেষ হচ্ছে না। এতে লাখ লাখ শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও অনিশ্চয়তা বিরাজ করছে। সম্প্রতি সিদ্ধান্ত নেয়া এ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী দেখা গেছে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম অবহেলার চিত্র। এ ক্যালেন্ডার অনুযায়ী সেশনজটের পর লাগামহীন সেশনজট আরও চরম আকার ধারণ করছে। গত নবেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ¯œাতক (পাস) কোর্সের পরীক্ষা ক্রাশ প্রোগ্রামের নামে পিছিয়ে দেয়া হয়েছে আরেক দফা। ফলে নির্ধারিত সময়ের পরীক্ষা আরও ৬ মাস বা তার চেয়ে বেশি সময়ের জন্য পিছিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা ২০১৫ সালের নবেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে ২০১৬ সালের মার্চ-এপ্রিলে নেয়া হয়েছে। তবে রেজাল্ট প্রাপ্তিসহ প্রায় ৯ মাস পিছিয়ে গেল শিক্ষার্থীদের শিক্ষা জীবন। এই সিডিউল প্রকাশের পর শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। কারণ, ২০১১ সালের পাস কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষের অনুষ্ঠিতব্য পরীক্ষা ২০১২ সালের নম্বের থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০১২ সালের পাস কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষের অনুষ্ঠিতব্য পরীক্ষা ২০১৩ সালে অনুষ্ঠিত না হয়ে ২০১৪ সালের ২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের পাস কোর্সের ১ম, ২য় ও ৩য় বর্ষের অনুষ্ঠিতব্য পরীক্ষা ২০১৫ সালের ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১৭ জুন পর্যন্ত চলবে।
×