ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাংক খাতে ঋণের গড় সুদ ১১.৯৩ শতাংশ

প্রকাশিত: ০৬:৩৫, ২১ মে ২০১৫

ব্যাংক খাতে ঋণের গড় সুদ ১১.৯৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংক খাতে মার্চ শেষে ঋণের গড় সুদ হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। গত ডিসেম্বর মাসে এ হার ছিল ১২ দশমিক ৪৬ শতাংশ। আগের বছর একই সময় ছিল ১৩ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া আমানতের সুদের হার সাত দশমিক ০৬ শতাংশ, স্প্রেড ৪ দশমিক ৮৭ শতাংশ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কার্যরত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিজেদের বিবেচনায় আমানত ও ঋণের সুদের হার নির্ধারণ করে থাকে। অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে থাকে বিভিন্ন অগ্রাধিকার খাতে ঋণের উচ্চসীমা। প্রাক-জাহাজীকরণ রফতানি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সাত শতাংশ ও কৃষিঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১১ শতাংশ সুদহার নির্ধারণ করা হয়েছে। রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সুদ হার কার্যত ৩ শতাংশের কম। এছাড়া বায়ার্স ক্রেডিট খাতে ৬ শতাংশ সুদ হারে ২৬ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৬ হাজার কোটি টাকা। প্রথম ৯ মাসে বিতরণ হয়েছে ৭২ শতাংশ। ক্ষুদ্র-মাঝারি ও নারী উদ্যোক্তা খাতে পুনঃঅর্থায়ন ঋণের সর্বোচ্চ সুদ ১০ শতাংশ এবং কৃষি খাতে ডাল, তৈলবীজ ও মসলাজাতীয় ফসল চাষে চার শতাংশ সুদে ঋণ দেয়া হচ্ছে। এসএমই খাতে পাঁচ হাজার ৭শ’ কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হয়েছে।
×