ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেল্টা লাইফের সভা ২৩ মে

প্রকাশিত: ০৬:৩২, ২১ মে ২০১৫

ডেল্টা লাইফের সভা ২৩ মে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-৩০ অনুযায়ী বোর্ড সভা আহ্বান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আগামী ২৩ মে শনিবার এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। আগের বছর ডেল্টা লাইফ ৩৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে নগদ ১১ শতাংশ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ১৯৯৫ সালে ডেল্টা লাইফ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। পরিচালক বাড়াবে ব্যাংক এশিয়া অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ পরিচালক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংক এশিয়া পরিচালক সংখ্যা বাড়াতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। একই সঙ্গে ব্যাংকটি সংঘ স্মারক পরিবর্তন করবে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেবে। আগামী ২৫ জুন বিকেল ৩টায় ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিস পুরানা পল্টনে ইজিএম অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মে। উল্লেখ্য, ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদে মোট ১৬ জন সদস্য রয়েছে। এর মধ্যে ১২ জন পরিচালক।
×