ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষোভ দিবস

প্রকাশিত: ০৬:৩০, ২১ মে ২০১৫

ক্ষোভ দিবস

কম্বোডিয়ায় ‘ক্ষোভ দিবস’কে সামনে রেখে বুধবার দেশটির চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছুরি, বাঁশ ও আগ্নেয়াস্ত্র নিয়ে কালো পোশাক পরে রাজধানী নমপেনের চোইউং ইক ময়দানে শারীরিক কসরত প্রদর্শন করে। এক হাজারের বেশি লোক এটি দেখে। ১৯৭০-এর দশকে খেমাররুজের নির্মম দুঃশাসনের কথা স্মরণ করে প্রতি বছর কম্বোডিয়ায় দিনটি পালিত হয়ে থাকে। -এএফপি পরিবেশবাদীদের প্রতিবাদ পরিবেশবাদীরা বুধবার সিডনিতে কমনওয়েলথ ব্যাংকের অস্ট্রেলিয়া শাখার সামনে বিক্ষোভ করেন। অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ অঞ্চলে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে ব্যাংকটির অর্থায়নের প্রতিবাদ জানাতে তাঁরা এই বিক্ষোভ আয়োজন করেন। জলজ প্রাণীর পোশাক পরে গান গেয়ে তারা পরিবেশসম্মত জীবনযাপনের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। ইতোমধ্যেই হোচিমিন সিটি ও অকল্যান্ডে এ ধরনের বিক্ষোভ হয়েছে। -সিডনি মর্নিং হেরাল্ড
×