ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিত্র্যনাট্যটা পাল্টে যাচ্ছে ...

প্রকাশিত: ০৬:২১, ২১ মে ২০১৫

চিত্র্যনাট্যটা পাল্টে যাচ্ছে ...

বাংলাদেশের আর আট দশটি গ্রামের মতো প্রাকৃতিক ছায়া সুনিবিড় আমাদের গ্রামটি। ২০১০ সালের প্রথম দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের সোনারায় থেকে যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হই। চলতি সময়ে ধরলে বছর গড়িয়েছে মাত্র পাঁচটি। কিন্তু তখনকার সেই গ্রাম আর আজকের গ্রামের বেশ তফাৎ। প্রতিদিন যেন নতুনভাবে নতুনরূপে আমাদের গ্রামটি নিজেকে তৈরি করছে। শহরে জীবনের প্রত্যক্ষ প্রভাব এখন আমাদের গ্রামে। এখানকার বসবাসকারীরা শহরে যাচ্ছে শিক্ষার জন্য, ব্যবসার জন্য এছাড়া বিশাল একটা অংশ যাচ্ছে অর্থ আয় রোজগারের জন্য। এর মাধ্যমে জীবন জীবিকায় পরিবর্তনের সঙ্গে মানুষের রুচি আর পছন্দ-অপছন্দদের পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত। এ যেন গড়েপিটে নতুন গ্রামীণ সমাজের একটা প্রস্তুতি পর্ব চলছে। গল্পের দৃশ্যায়ন ঠিক আছে কিন্তু চিত্র্যনাট্যটা অনেকটা পাল্টে যাচ্ছে।সোলার দিয়ে বাতি, ফ্যান, টিভি চালানো হচ্ছে। শিক্ষা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে গ্রামের মানুষের মাঝে। ক্যাম্পাসে অনেক সময় নানা ধরনের ঝামেলা হয়, দেখা যায় আমি খবরটি তখনও শুনিনি তার আগেই বাড়ি থেকে আব্বা বা মা ফোন করে ক্যাম্পাসের ঝামেলার কথা বিস্তারিত শুনতে চাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে
×