ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাহিদুর ও আফসারের মৃত্যুদণ্ড না হওয়ায় গণজাগরণ মঞ্চের অসন্তোষ

প্রকাশিত: ০৬:০৪, ২১ মে ২০১৫

মাহিদুর ও আফসারের মৃত্যুদণ্ড না হওয়ায় গণজাগরণ মঞ্চের অসন্তোষ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধী মাহিদুর রহমান ও আফসার হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়ায় জনগণের দাবি ও আকাক্সক্ষার প্রতিফলন হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। বুধবার রায় প্রকাশের পর মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এক প্রতিক্রিয়ায় এ অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা এই রায়ের মাধ্যমে ন্যায্য বিচার পেল না। তাদের বিরুদ্ধে অভিযোগগুলোই মানবতাবিরোধী অপরাধ এবং এ অপরাধের সাজা কিন্তু আন্তর্জাতিক আইনে সর্বোচ্চ। সুতরাং সে জায়গা থেকে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। এদিন সকালে যুদ্ধাপরাধীদের রায়ের দাবিতে ইমরান এইচ সরকারের নেতৃত্বে অবস্থান কর্মসূচী শুরু করা হয়। শিবগঞ্জের এই মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, আগুন দেয়াসহ বিভিন্ন অভিযোগ থাকায় সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছিলেন মঞ্চের নেতা-কর্মীরা। দিনভর তারা লিফলেট, ব্যানারসহ সেøাগানের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
×