ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে কর্নেল ভার্সিটির সম্মাননা

প্রকাশিত: ০৫:৫৪, ২১ মে ২০১৫

শেখ হাসিনাকে কর্নেল ভার্সিটির সম্মাননা

বিডিনিউজ ॥ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কৃষিতে বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ডেভিড জে স্করটনের পক্ষে পরিচালক রনি কফম্যান বুধবার সকালে প্রধানমন্ত্রীর হাতে এই সম্মাননাপত্র তুলে দেন। কফম্যানের নেতৃত্বে কর্নেল ইউনিভার্সিটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন। সম্মাননাপত্রে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেছেন ডেভিড স্করটন। প্রতিনিধি দলের সদস্যরাও বৈঠকে এ বিষয়টি তুলে ধরে শেখ হাসিনার প্রশংসা করেন বলে প্রেস সচিব জানান। প্রধানমন্ত্রীকে তারা বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন তার সরকারের লক্ষ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতে আরও ফলপ্রসূ গবেষণার ওপর গুরুত্বারোপও করেন সরকারপ্রধান।
×