ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ৮শ’ কোটি টাকা ছাড়াল

প্রকাশিত: ০৬:৩০, ২০ মে ২০১৫

পুঁজিবাজারে লেনদেন ৮শ’ কোটি টাকা ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সূচকের উর্ধমুখী প্রবণতা অব্যাহত থাকায় প্রতিদিনই লেনদেন সর্বোচ্চ অবস্থানে যাচ্ছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ১০ দিনের মতো লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ৮০৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। উল্লেখ্য, এর আগে ধারাবাহিক পতনে ডিএসইর লেনদেন সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। মে মাসের প্রথম কার্যদিবসেও ডিএসইর লেনদেন ছিল ৩৩০ কোটি টাকা। তবে এই সময়ে ধারাবাহিকভাবে লেনদেন বাড়তে থাকায় মঙ্গলবারে ডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৭৬ লাখ টাকার বা ৭ শতাংশ। আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ৭৫৩ কোটি ৯৮ লাখ টাকা। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সকালে সূচকের বড় ধরনের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, আরএকে সিরামিকস, বারাকাত পাওয়ার, বিডি থাই এ্যালুমিনিয়াম, মবিল যমুনা বাংলাদেশ, সাইফ পাওয়ারটেক, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড এবং ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ঃ বিজিআইসি, সুহৃদ ইন্ড্রাস্টিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিচ হ্যাচারী, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, সালভো কেমিক্যাল ও ঢাকা ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ঃ বিডি থাই, প্রগ্রেসিভ লাইফ, এনসিসি ব্যাংক, আজিজ পাইপস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, ওয়াটা কেমিক্যাল, এসিআই ফর্মূলেশন ও এ্যাপেক্স ফুটওয়ার। মঙ্গলবারে ঢাকার মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সেখানেও সব ধরনের সূচকই ছিল উর্ধমুখী। দিনশেষে সিএসইতে মোট ৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৫৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৫৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
×