ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসি ছাড়া অচল ইউরোপিয়ান ফুটবল!

প্রকাশিত: ০৬:০৩, ২০ মে ২০১৫

মেসি ছাড়া অচল ইউরোপিয়ান ফুটবল!

স্পোর্টস রিপোর্টার ॥ একসময় ছিলেন লিওনেল মেসির সেরা নিন্দুকদের একজন। অথচ সেই জোশে মরিনহোই কি না সম্প্রতি প্রশংসায় ভাসিয়ে চলেছেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টারকে! সপ্তাহখানেক আগে বার্সা জাদুকরের প্রশংসায় পঞ্চমুখ হওয়া মরিনহো এবার বলেছেন, মেসি ছাড়া ইউরোপিয়ান ফুটবল অচল। সে বার্সিলোনা ছেড়ে চলে গেলে ইউরোপিয়ান ফুটবলের চেহারা পাল্টে যাবে। মঙ্গলবার এক সাক্ষাতকারে এসব বলেছেন পর্তুগীজ লৌহমানব। গত এক দশকে বার্সার সাফল্য পুরোটাই মেসিময়। অন্য অনেক শিরোপার পাশাপাশি মেসির কল্যাণে কাতালানরা তিনবার চ্যাম্পিয়ন্স লীগ ও ছয়বার লা লিগার শিরোপা জিতেছে। ২০১২ সালে পেপ গার্ডিওলার বার্সিলোনাকে হারিয়ে মরিনহোর রিয়াল মাদ্রিদ লা লিগার শিরোপা জয় করে। স্পেন ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমালেও মরিনহো মনে এখনও আছেন মেসি। তিনি সবসময়ই মনে করেন, মেসির কারণেই বার্সা দীর্ঘদিন ধরে সাফল্য পেয়ে আসছে। স্থানীয় পত্রিকায় সাক্ষাতকারে মরিনহো বলেন, দশ বছরের মধ্যে মেসিকে ছাড়া ইউরোপিয়ান ফুটবলের মানচিত্রের আমূল পরিবর্তন হবে। গত কয়েক বছর বার্সিলোনা ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গার্ডিওলা ও লুইস এনরিকের অধীনে শিরোপা জিতেছে ঠিকই, কিন্তু সব সাফল্যের মূলে ছিলেন মেসি। মূলত মেসি ছাড়া অচল হয়ে পড়বে ইউরোপিয়ান ফুটবল। মেসির প্রশংসার দলে ফের যোগ দিয়েছেন স্বদেশী জ্যাভিয়ের মাশ্চেরানো। আর্জেন্টাইন এই ডিফেন্ডার সাক্ষাতকারে বলেন, মেসিকে নিয়ে নতুন করে প্রশংসা করার কিছু নেই। সে একজন পরিপূর্ণ ফুটবলার। শুধু গোলস্কোরারই নন, মিডফিল্ডে প্লেমেকারের ভূমিকাসহ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার ক্ষেত্রে তার জুড়ি নেই। তার দ্বারা সব কিছুই সম্ভব। প্রতিনিয়তই সে আমাদের মুগ্ধ করছে। মাশ্চেরানো আরও বলেন, পেপ গার্ডিওলা কোচ থাকাকালীন মেসিই ছিল মূল গোলস্কোরার। কিন্তু, এখন নেইমার ও লুইস সুয়ারেজ থাকায় সে মিডফিল্ডে নেমে এসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেসির সম্ভাব্য পঞ্চম ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন মাশ্চেরানো। তার মতে, শুধু অধিক সংখ্যক গোল করলেই ব্যালন ডি’অর জেতা যায় না। একজন খেলোয়াড়ের সামগ্রিক পারফর্মেন্স বিবেচনা করেই এই মর্যাদাপূর্ণ এ্যাওয়ার্ড দেয়া হয়। চলমান মৌসুম সফলভাবেই শেষ করতে যাচ্ছে মেসির বার্সিলোনা। ইতোমধ্যেই লা লিগার শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। কোপা ডেল’রে ও চ্যাম্পিয়নস লীগের ফাইনাল জিতলেই ট্রেবল জয়ের কীর্তি গড়বে বার্সা। দলের সাফল্যের নেপথ্যে আর্জেন্টাইন তারকা মেসির নামটাই সবার আগে উঠে আসে। গোলস্কোরের চেয়েও তার গুরুত্ব বেশি বলে মত দিয়েছেন অনেকে। বার্সার হয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে সমান ৫৪ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ২৭। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে গোল পেলেই ১০ গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে এককভাবে শীর্ষে উঠে আসবেন। অবশ্য লা লিগায় সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ পিছিয়ে আছেন মেসি। ৪৫ গোল করা রোনাল্ডোকে ছুঁতে হলে মৌসুমের শেষ ম্যাচে মেসিকে আরও চার গোল করতে হবে।
×