ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিফার স্বীকৃতি পেল ম্যাচ দুটো

প্রকাশিত: ০৬:০৩, ২০ মে ২০১৫

ফিফার স্বীকৃতি পেল ম্যাচ দুটো

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে দুটি ফিফা অনুশীলন প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে সিঙ্গাপুর এবং আফগানিস্তান জাতীয় ফুটবল দল। আগামী ১১ জুন কিরগিজিস্তান এবং ১৬ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে ঢাকায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ও ২০১৯ আরব আমিরাত এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে অংশ নেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচ দুটি খেলার আগে সিঙ্গাপুর ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে দুটি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায় ‘বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশ মাঠে নামবে আগামী ৩০ মে, আর আফগানিস্তানের বিরুদ্ধে ২ জুন। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল ৪টায়। দুটি ম্যাচকেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি দিয়েছে মঙ্গলবার। সেক্ষেত্রে ম্যাচ দুটি হবে টায়ার-১ এর ম্যাচ। ক্রীড়া সাংবাদিক পামেলের মৃত্যুবার্ষিকী আজ স্পোর্টস রিপোর্টার ॥ গত ২০ মে ২০১১ ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী (পামেল)। আজ বুধবার বাদ জোহর মতিঝিলে বাফুফে ভবনে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সব কর্মকর্তা, ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে বাফুফে।
×