ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধে জড়িত আব্দুর রাজ্জাক গ্রেফতার ॥ মিষ্টি বিতরণ

প্রকাশিত: ০৫:৩৯, ২০ মে ২০১৫

হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধে জড়িত আব্দুর রাজ্জাক গ্রেফতার ॥ মিষ্টি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ মে ॥ মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের বানিয়াচংয়ের প্রত্যন্ত অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাক (৬৫) অবশেষে ধরা পড়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। আব্দুর রাজ্জাকের গ্রেফতারের খবরে এলাকার মানুষ আনন্দ-উল্লাস করে। অনেকেই মিষ্টি বিতরণ করেন। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জনকণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের পাহাড়ী গ্রাম আছাইগিরির একটি বাড়ি মঙ্গলবার সকাল নয়টার দিকে ঘেরাও করে। এ সময় এই বাড়ির ভেতর লুকিয়ে ছিল আব্দুর রাজ্জাক। পরে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও জানান, গ্রেফতারী পরওয়ানা মাথায় নিয়ে রাজ্জাক মৌলভীবাজারের পাহাড়ী অঞ্চলের সীমান্তপথ দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিল।
×