ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২ জুন পবিত্র শব-ই-বরাত

প্রকাশিত: ০৫:৩৮, ২০ মে ২০১৫

২ জুন পবিত্র শব-ই-বরাত

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আরবী শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত হিসেবে পালন করা হবে। সেই হিসেবে আগামী ২ জুন মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর ইসলামী ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা ঘোষণা করা হয়। ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে পরিচিত শবে-ই-বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ আদায়, কোরান তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন।
×