ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে বীজমেলা

প্রকাশিত: ০৩:৪৮, ২০ মে ২০১৫

বাকৃবিতে বীজমেলা

বাকৃবি সংবাদদাতা ॥ মঙ্গলবার ‘ভাল বীজে ভাল ফসল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩ দিনব্যাপী বীজমেলা ও সেমিনার শুরু হয়েছে। ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো বীজমেলার আয়োজন করেছে সীড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ। জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কৃষি অনুষদের করিডোরে আয়োজিত বীজমেলার উদ্বোধন করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. আফজাল হোসেন। ৩ কিঃ মিঃ বিদ্যুত সংযোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘২০১৯ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদুত পৌঁছে দেয়া হবে।’ বাগেরহাট সদরের বিষ্টুপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত বাদোখালী গ্রামের তিন কিঃ মিঃ নতুন বিদুত লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি এ কথা বলেন। মঙ্গলবার এ উপলক্ষে বাদোখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকবর আলী নকীবের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন। সাত চিংড়ি পোনা পাচারকারীর কারাদণ্ড সংবাদদাতা হাতিয়া নোয়াখালী ॥ সোমবার রাত ১টার সময় হাতিয়া উপজেলার পশ্চিমাংশের জাগলারচর ও বদনার চরের সন্নিকটে মেঘনা নদীতে এমভি লিপন ট্রলারে করে ২০ লাখ চিংড়ি পোনা পাচারকালে স্থানীয় কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. রাশেদ উদ্দিন ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোঃ মইন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলারসহ সাতজনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে এক বছর করে কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত আসামিরা হচ্ছে মিরাজ উদ্দিন, বাবের উদ্দিন, সাহেল উদ্দিন, চমাইল হোসেন নিজাম, সাহাব উদ্দিন, সীম উদ্দিন ও খায়রুল বাহার সকলের বাড়ি হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে। কচুয়ায় নাশকতা মামলায় গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ মে ॥ গাড়িতে অগ্নিসংযোগ, রাস্তায় ব্যারিকেড ও নাশকতার মামলায় সোমবার রাতে ২ জনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো সাইফুল ইসলাম (৩০) ও জামায়াত নেতা ওবায়েদুল হক লাদেন (৪০)। মঙ্গলবার দু’জনকে জেলহাজতে প্রেরণ করা হয়।
×