ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ মে ২০১৫

সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অসহায় দরিদ্র ২৫ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী কার্যালয়ে সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন জলঢাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনিমুন আক্তার। যা প্রাইম প্রকল্পের আওতায় নারীদের কর্মমুখী করা ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের একটি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়। সড়ক দুর্ঘটনা রোধে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ মে ॥ সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় সোমবার এক বর্ণাঢ্য র‌্যালি এবং গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা সৃষ্টির এই র‌্যালিতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। মা সমাবেশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে এবং এতিম ও শিশু কল্যাণ বিভাগ খুলনার আয়োাজনে ‘মা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার প্রোগ্রাম অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল করিম। বক্তব্য রাখেন সুমিতাই ইয়াসমিন, রেখা ইয়াসমিন, আমজাদ হোসেন, রবিউল ইসলাম,স নাছিমা বেগম প্রমুখ। নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৮ মে ॥ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সোমবার উপজেলার কয়েখা গ্রামের দেলোয়ার মোল্লার বাড়িতে এ উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা, চিকিৎসা, কৃষি, বাল্যবিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে গ্রামীণ মহিলারা কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সেবা পেতে পারেন সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
×