ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে রাজশাহীতে ক্লাস বর্জন

প্রকাশিত: ০৬:৪৬, ১৯ মে ২০১৫

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে   রাজশাহীতে ক্লাস বর্জন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পরীক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের বিধিবহির্ভূত আচরণ ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে ক্লাসবর্জন কর্মসূচী পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রাজশাহী অঞ্চলের শিক্ষকরা। কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে তারা রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে। শিক্ষক নেতারা জড়িত ব্যক্তিদের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ২৪তম শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপকের সঙ্গে ২৯তম ক্যাডারের এক সহকারী কমিশনার যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা নেই। এ সময় কলেজ অধ্যক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে আবারও পা ধরে মাফ নেয়ার ছবি স্থানীয় পত্রিকার সাংবাদিক দিয়ে তোলানো হয়। এভাবে সহকারী অধ্যাপক মোনতাজ উদ্দিনকে মানসিক নির্যাতন এবং মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত করা হয়েছে। সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বিভন্ন সরকারী কলেজ থেকে শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজশাহী অঞ্চলের যুগ্মসচিব শামীম আরা চৌধুরী, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান, সরকারী মহিলা কলেজের রাজীব ব্যানার্জী, বিমল কুমার চৌধুরী, সিটি কলেজের আশরাফুল আলম প্রমুখ। প্রসঙ্গত, গত ৯ এপ্রিল পিরোজপুরের ভা-ারিয়ায় সরকারী কলেজে পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক মনতাজ উদ্দিনকে মানসিক নির্যাতন এবং মধ্যযুগীয় কায়দায় লাঞ্ছিত করে। ইংরেজী শিক্ষক দাবিতে বরিশালে লাগাতার ক্লাস বর্জন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইংরেজী শিক্ষক নিয়োগ ও ম্যানেজিং কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গত ৫ দিন থেকে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ফলে লেখাপড়া মারাত্মক ব্যাহত হচ্ছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এইচএম ইনস্টিটিউশনের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে ইংরেজী ও সমাজবিজ্ঞান বিষয়ের দুইজন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এরই মধ্যে শিক্ষক নিয়োগের জন্য গত ৪ মে ম্যানেজিং কমিটির জরুরী বৈঠক হয়। ওই বৈঠকে ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা জামাল হোসেন সরদারের নিকটাত্মীয় জনৈকা নারীকে সমাজবিজ্ঞান বিষয়ে নিয়োগ দেয়ার জন্য প্রধান শিক্ষককে রেজুলেশন করতে বলেন। এ সময় ওই সভায় উপস্থিত ১২ সদস্যের ম্যানেজিং কমিটির ৯ সদস্য সভাপতির এ নির্দেশের প্রতিবাদ করে বলেন, আগে ইংরেজী শিক্ষক নিয়োগ পরবর্তীতে সমাজবিজ্ঞানের শিক্ষক নিয়োগ করা হবে।
×