ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির সাজেক উপত্যকায় বিশুদ্ধ পানির হাহাকার

প্রকাশিত: ০৬:৪৫, ১৯ মে ২০১৫

রাঙ্গামাটির সাজেক উপত্যকায় বিশুদ্ধ পানির হাহাকার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ মে ॥ গহীন অরণ্য বেষ্টিত দেশের একমাত্র উপত্যকা হলো সাজেক ভেলী। সমুদ্র পৃষ্ঠ হতে ১৮শ’ ফুট উচ্চতায় অবস্থিত এই দুর্গম অরণ্য অঞ্চল। এখানে কয়েকটি পাহাড়ী পল্লী মিলে ১৩ হাজার লোক বসবাস করে। অর্ধশত কিলোমিটারের মধ্যে কোন হাসপাতাল নেই। নেই কোন সুপেয় পানির উৎস। ফলে প্রতিবছর গ্রীষ্মকালে সেখানে তীব্র পানি সঙ্কট দেখা দেয়। দেখা হয় পানিবাহিত নানা রোগ। গত ১৩ থেকে ১৫ মের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেখানে ছয় ব্যক্তি মারা যায়। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন রবিবার সন্ধ্যায় তাদের রাঙ্গামাটির অফিসে সাংবাদিক সম্মেলন করে বলেন, সাজেক এখনও উপদ্রুত এলাকা হিসেবে রয়েছে। দ্রুত চিকিৎসা ব্যবস্থা না করলে সাজেকের গ্রামগুলো যে কোন মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। সাজেকে ডায়রিয়া ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেনবাহিনী, বিজিবি, স্বাস্থ্য বিভাগ দ্রুত রোগীদের চিকিৎসা দেয়ায় অসংখ্য প্রাণ রক্ষা পেয়েছে। তবে সাজেকের ডায়রিয়া আক্রান্ত এলাকায় এনজিও সংস্থাসহ ইউএনডিপি-সিএইচটিডিএফ কোন রকম সহয়তা নিয়ে এগিয়ে আসেনি বলে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন। সাজেকে দুর্গত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়াতে সরকার ও বিত্তবান মানুষের কাছে তারা আবেদন জানিয়েছে, রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন। সাজেকের যে সব অঞ্চল এখনও যোগায়োগ ব্যবস্থার বাইরে রয়ে গেছে সেখানে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাসহ খাবার পানির ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবিও জানান ত্রিপুরা নেতৃবৃন্দ। যশোরের মানব পাচারকারীরা আত্মগোপনে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের মনিরামপুর এলাকার মানব পাচারকারীরা গা-ঢাকা দিয়েছে। অনেকেই আবার দ্বারস্থ হচ্ছে স্থানীয় প্রভাবশালী নেতাদের। জলাবদ্ধতা হওয়ায় মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের ৭টি ইউনিয়নের সিংহভাগ মানুষই চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। আর সে সুযোগ কাজে লাগিয়েছে এ অঞ্চলের অন্তত ১২টি মানব পাচারকারী চক্র। তাদের খপ্পরে পড়ে গত দুই বছরে ওই ৭ ইউনিয়নের ৪ হাজার নারী-পুরুষ সমুদ্রপথে মালয়েশিয়া যায়। যাদের মধ্যে প্রায় আড়াই হাজার নারী-পুরুষের কোন সন্ধান মেলেনি এখনও। সম্প্রতি থাইল্যান্ডে গণকবর আবিষ্কার হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হন। স্থানীয়রা গত ১৫ মে রাজগঞ্জের মুড়োগাছা গ্রামের চিহ্নিত মানব পাচারকারী আব্দুস সবুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আর এর পরপরই গা-ঢাকা দেয় এ অঞ্চলের অর্ধশতাধিক চিহ্নিত মানব পাচারকারী।
×