ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাকাবের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৮, ১৯ মে ২০১৫

রাকাবের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, রাজশাহী আয়োজিত ডাটা এন্ট্রি অপারেটর ও কম্পিউটার অপারেটরদের ব্যাসিক কনসেপ্ট ইন ব্যাংকিং এ্যাক্টিভিটিজ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ৫৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক। -বিজ্ঞপ্তি বেস্ট ইলেকট্রনিক্সের ডিলার সম্মেলন রবিবার নগরীর একটি হোটেলে বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানির অনুমোদিত ডিলারগণ এই সম্মেলনে যোগদান করেন। বেস্ট ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। এই সময় তিনি বিক্রয়ের ক্ষেত্রে সেরা নৈপুুুুণ্য প্রদর্শনকারী ডিলারদের পুরস্কৃত করেন। উল্লেখ্য, বেস্ট ইলেকট্রনিক্স সর্বপ্রথম ২০১৩ সালে ‘মাল্টিব্র্যান্ড ইলেকট্রনিক্যাল ও ইলেকট্রনিক্স’ চেন শপের ধারণা নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে এই প্রতিষ্ঠানের ৬৩টি শো-রুম ও ১০০টিরও অধিক অনুমোদিত ডিলার রয়েছে। -বিজ্ঞপ্তি কৃষি ব্যাংকের রিওয়ার্ড প্রদান বাংলাদেশ কৃষিব্যাংক এবং এক্সপ্রেস মানি সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক্সপ্রেস মানি সার্ভিস রিওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্প্রতি বরিশালের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করছেন ব্যাংকের প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের জিএম পীযুষ চন্দ্র ভাওয়াল। বরিশাল বিভাগের জিএম নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরেন রেমিটেন্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, বিভাগীয় কার্যালয় বরিশালের ডিজিএম ননী গোপাল দত্ত, সিআরএম রোহিনী কুমার পাল এবং এক্সপ্রেস মানি-বাংলাদেশের ডেভেলপমেন্ট অফিসার মহিতোষ দেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×