ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওরিয়ন ফার্মাকে বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ০৬:২৬, ১৯ মে ২০১৫

ওরিয়ন ফার্মাকে বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওরিয়ন ফার্মাসিউটিক্যালসকে প্লেসমেন্ট শেয়ার বিক্রিতে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি। কোম্পানিটিকে তাদের দুই বিনিয়োগকারী রোমানা রউফ চৌধুরী ও জাকিয়া রউফ চৌধুরীরকে ওই টাকা ফেরত দিতে হবে। সোমবার বিএসইসির জরুরি কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের পর পরই এ বিষয়ে কোম্পানির কাছে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। ২০০৯ ও ২০১০ সালে প্লেসমেন্টে বিভিন্ন দামে শেয়ার বিক্রি করে ওরিয়ন ফার্মা। সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা দরে বিক্রি করা হয় ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার। ২০১৩ সালে কোম্পানিটি ৫০ টাকা প্রিমিয়ামসহ ৬০ টাকা দরে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×